সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি: জামালপুরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা সহায়তায় হেল্প সেন্টারের উদ্বোধন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় দলীয় কার্যালয়ে এ হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হেল্প সেন্টারটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় বিএনপির পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, মাক্স ও স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। হেল্প সেন্টারের মাধ্যমে করোনা আক্রান্তদের মাঝে এসব সেবা পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অনলাইনে কেন্দ্রীয় বিএনপির নেতারাও যুক্ত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.