রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।।
জামালপুর সদরের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ আজ শনিবার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেন। জানা যায়, জামালপুর সদরের প্রায় ১০ হাজার ব্যক্তিকে ১ম পর্যায়ে এ ভ্যাক্সিন দেওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে ৪ হাজার এর অধিক রেজিস্ট্রেশন হয়েছে। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিয়ে নিজেকে সুরক্ষিত করার জন্য সদর উপজেলা প্রশাসন সদরবাসীকে আহবান জানিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.