বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন
শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধি: জামালপুরে করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ৯৩ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.০৫ শতাংশ। আক্রন্তদের মধ্যে জামালপুর সদরের ১১ জন, মেলান্দহের ২ জন ও সরষাবাড়ীর উপজেলার ১ জন রয়েছেন। একই সময়ে করোনায় মেলান্দহ উপজেলার নয়ানগরের ৪১ বছর বয়সী এক ব্যক্তি ও মাহমুদপুরের ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এনিয়ে করোনায় জামালপুরে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে জামালপুর পৌর এলাকার লকডাউনের আজ তৃতীয় দিন চলছে। প্রশাসনের নানা পদক্ষেপের পরও এখনও স্বাস্থ্যবিধি মানছেনা অনেকেই।
Leave a Reply
You must be logged in to post a comment.