শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

জামালপুরে চার পৌরসভায় মেয়র প্রার্থী ১৮ জন, কাউন্সিলর ২২৭

নিজস্ব প্রতিবেদক ।।
পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি জামালপুর জেলায় চারটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামালপুর, ইসলামপুর, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৮ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৫৩ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের সর্বোচ্চ পাঁচজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। প্রার্থীরা তাদের নিজ এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ ছানোয়ার হোসেন ছানু, বিএনপি দলীয় প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মোস্তফা কামাল। এছাড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৮ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, বিএনপি দলীয় প্রার্থী আব্দুল গফুর ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন এবং জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী জাহিদ হাসান। এছাড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র আব্দুল কাদের সেক ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি দলীয় প্রার্থী রেজাউল করিম ঢালী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আনিছুর রহমান। এছাড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফারিন হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, বর্তমান মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ, শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, হারুন অর রশিদ হারুন ও দেওয়ান বেলায়েত হোসেন বেলাল এবং বিএনপি দলীয় প্রার্থী সাদেক আকতার নেওয়াজী টফি। এছাড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২২ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com