নিজস্ব প্রতিবেদক ।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে দুটি মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্য সামগ্রী দিয়েছে জেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু।
জানা যায়, জামালপুর পৌরসভার পাথালিয়া মাদ্রাসার সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ২৫ বস্তা চাল, ৫০ লিটার সয়াবিন তেল, ৪০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২০ কেজি মসুর ডাল, ২০ কেজি আতপ চাল, ১০ কেজি মাংস, ৬ কেজি জিলাপি বিতরণ করা হয়। এছাড়া ঘোষপাড়া মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ১২ বস্তা চাল, ১০ কেজি মসুর ডাল, ২৬ লিটার সয়াবিন তেল, ২০ প্যাকেট মুড়ি, আড়াই কেজি খেজুর, ১০ কেজি আতপ চাল, ৫ কেজি মাংস ও ৪ কেজি জিলাপি বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক সদস্য সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জ্বল প্রমুখ।
