বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ক বিশেষ দূত ও বাংলাদেশ স্কাউটস্ এর সভাপতি আবুল কালাম আজাদ জামালপুরে শতাধিক ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপন করেছেন।
আজ ৫ জুন শনিবার সকালে জেলা স্কাউটস এর আয়োজনে স্টেডিয়াম সংলগ্ন স্কাউট ভবনের সম্মুখে বৃক্ষ রোপন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক কবীর উদ্দীন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান ছানা, ডাঃ মোশায়ের-উল-ইসলাম রতন, জেলা রোভার স্কাউট কমিশনার অধ্যক্ষ একেএম মুস্তাফিজুর রহমান, জেলা স্কাউট কর্মকর্তা সাংবাদিক আনোয়ার হোসেন সহ আরও অনেকে।
উল্লেখ্য, স্কাউট আন্দোলনের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন করার মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী দেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। পরে জামালপুরে নির্মাণাধীন বহুতল বিশিষ্ট স্কাউট ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.