শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) মো.কাউসার আহমেদ জানান,রাতে চলাচলকারী কোন এক ট্রেনের ধাক্কায় গুরুতর আতহ হয়ে রেললাইনের পাশেই পরেছিল ওই ব্যক্তি। সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির গায়ের রঙ ফর্সা। তার পরনে ছাই রঙের ট্রাউজার ও নীল রঙের গেঞ্জি ছিলো। তার অনুমানিক বয়স ৪৫ হবে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.