বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের কোরবানীর গরু উপহার দিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন।
রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন এমপির ব্যক্তিগত অর্থায়নে উপহার হিসেবে কোরবানীর গরু তৃতীয় লিঙ্গের সংগঠন সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর কাছে এমপির পক্ষে হস্তান্তর করেন তার ব্যক্তিগত সহকারী সাইফুল রাহাত। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, করোনার এই সংকটকালীন সময়ে সরকার কর্মহীন নিম্ন আয়ের মানুষদের খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের সামর্থবান ব্যক্তিরা সহায়তার হাত বাড়িয়ে দিলে এই সংকটে কেউ না খেয়ে থাকবেনা।
Leave a Reply
You must be logged in to post a comment.