নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামালপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে স্থানীয়ভাবে জেলা প্রশাসক মুর্শেদা জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমি ভবনের নামফলক উম্মোচন করে উদ্বোধন করেন।
এ সময় জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এবং জামালপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.