ঢাকা December 11, 2023, 12:14 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জামালপুরে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বিনা ধান ১৪ এর নমুনা এবং মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন

Admin
June 2, 2021 9:01 am | 335 Views
Link Copied!

শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধি: আজ দুপুরে জামালপুরের তিতপল্লা ইউনিয়নে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে বিনাধান ১৪ এর নমুনা শস্য কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময় ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, পরিচালক প্রশাসন সাপোর্ট সার্ভিস ড.মোঃ আবুল কালাম আজাদ, জামালপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাকিয়া সুলতানা, জামালপুরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইদুল ইসলাম , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরাম ।এ সময় বক্তারা বলেন বিনা ধান ১৪ নাবি বোরো জাত, রবিশস্য এবং আলু উত্তোলন এর পরে বিনা ধান চাষ করে কৃষকরা অনেক লাভবান হবেন । এতে কৃষকরা চাষ করে অনেক খুশি।