বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন
শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধি: জামালপুরে প্রতারণার মাধ্যমে প্রায় ২কোটি টাকা নিয়ে পলাতক আসামী ফজলে রাফি আকন্দ বিশালকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীদের পরিবার। রোববার দুপুরে শহরের তমালতলায় স্থানীয় একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতারণার শিকার কাচারী পাড়া এলাকার আরিফুল ইসলাম বাবু। লিখিত বক্তব্যে বলেন, পুরাতন গাড়ী ক্রয়-বিক্রয় এবং ঠিকাদারি ব্যবসায় অংশীদারিত্ব দেয়ার নামে চেক ও দলিলে লিখিত দিয়ে জামালপুরের ১১ জনের কাছ থেকে বিভিন্ন অংঙ্কের মোট এক কোটি সাতাশি লাখ পয়তাল্লিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় কাচারী পাড়া এলাকার ফজলে রাফি আকন্দ বিশাল। পরে বিশাল ও তার ছোট ভাই ফজলে মুক্কি আকন্দ জয়ের নাম উল্লেখ করে জামালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই বিশালের পরিবারের প্রভাবশালী একটি পক্ষ মামলা এবং প্রতারনার ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। প্রতারক বিশালকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে টাকা উদ্ধারের দাবি জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, প্রতারণার শিকার ভুক্তভোগী আজিজুন নাহার, ইমরান আনসারী অভিক, নাহিয়ান মাহমুদ প্রমুখ। এঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. মিজানুর রহমান জানান, মামলার প্রধান আসামী ফজলে রাফি আকন্দ বিশালকে গ্রেফতারে চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.