বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক \
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জামালপুরে প্রীতি ফুটবল ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক কবির উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ।
প্রীতি ফুটবল খেলায় সুমন স্মৃতি ফুটবল একাডেমি ও জামালপুর ফুটবল ক্লাব অংশ নেয়। খেলায় ১-১ গোলে ড্র হয়।
পরে ট্রাইবেকারে জামালপুর ফুটবল ক্লাব বিজয়ী হয়। রানার আপ হয় সুমন স্মৃতি ফুটবল একাডেমি।
অপর দিকে নারীদের ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।
Leave a Reply
You must be logged in to post a comment.