বুধবার, ০৭ Jun ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুরে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ ড. ঈমান আলী শেখ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ এম. আলী আহমেদ, স্পেশাল জজ আদালতের জেলা জজ মোঃ জহিরুল কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরীন পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল দুর্নীতির উর্ধ্বে থেকে সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তদন্ত থেকে শুরু করে মামলার প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে আইন অনুসরণ করে বিচারের সাথে সংশ্লিষ্ট সকলকে দক্ষতা ও দ্রুততার সাথে কাজ করতে হবে। আদালতে আগত বিচারপ্রার্থীরা যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বপ্রাপ্তদের নজর দিতে হবে। তারা আরো বলেন, ২০২০ সালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীনে সকল আদালতে দায়েরকৃত ৪২ হাজার ৬৮২টি মামলার মধ্যে ৭ হাজার ১৪২টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ৩৫ হাজার ৫৪০টি। এর মধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন গত বছরের ১৫ মার্চ যোগদান করার পর থেকে দেওয়ানী ও ফৌজদারী মোট ১ হাজার ৯১০টি মামলা নিষ্পত্তি করেছেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে সকল আদালতে দায়েরকৃত ১৯ হাজার ৩৮৩টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৫৮২টি এবং বিচারাধীন রয়েছে ১২ হাজার ৮০১টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা জজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
Leave a Reply
You must be logged in to post a comment.