শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
প্রতিবেশীর টিনের চালে ঘরনির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) ঘটনাস্থলেই এবং তার শিশুপুত্র এনায়েত (৮) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ৪ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) গত ৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে উঠে ঘরনির্মাণ কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রুবেল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাথে থাকা তার শিশুপুত্র এনায়েত তাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তাদের মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান দ্বীন আমীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.