সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
জামালপুরে লকডাউন শেষে বিট পুলিশিং কার্যক্রম আবার শুরু

জামালপুরে লকডাউন শেষে বিট পুলিশিং কার্যক্রম আবার শুরু

নিজস্ব প্রতিবেদক  ।।
দীর্ঘদিন লকডাউন শেষে জামালপুর বিট পুলিশিং কার্যক্রম আবার শুরু হয়েছে। এলাকা থেকে মাদক, জুয়া, নারী-শিশু নির্যাতন প্রতিরোধসহ পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম ২০২০ সাল থেকে শুরু হয়। করোনাকালে কিছুটা স্থবিরতা সৃষ্টি হলেও পুনরায় পূর্ণগতিতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
২৮ আগস্ট ৭ নম্বর বিট পুলিশ কার্যালয়ে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান।
অনুষ্ঠানে বিট পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামেনের সঞ্চালনায় আলোচনা অংশ নেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম মিল্টন, মহিলা কাউন্সিলর নাসরিন বেগম, নারী শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোৎস্না বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শিমুল, মসজিদের ইমাম মোজাম্মেল হক, আইনজীবী সহকারী আক্তার হোসেন, আওয়ামী লীগনেতা সোহরাব হোসেন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু প্রমুখ।
সভায় ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের প্রতিটি গ্রামে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি শনিবার করে কর্মসূচি আয়োজন করা হবে বলে প্রস্তাব করা হয়। ১১ নম্বর ওয়ার্ডে আলাদা বিট পুলিশ করা হবে বলে সভা সূত্র জানায়।
আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন বিট পুলিশ কর্মকর্তা নিয়মিতভাবে অফিসভিত্তিক কার্যক্রম পরিচালনা শুরু করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান অতিথি ওসি রেজাউল ইসলাম খান বলেন, জিডিসহ সামান্য কারণে সাধারণ মানুষকে আর থানায় যেতে হবে না। জামিন অযোগ্য ধারা ব্যতিত সাধারণ ঘটনা বিট পুলিশ অফিসে বসেই নিষ্পত্তি করা হবে।
বিভিন্ন গ্রাম থেকে আসা উপস্থিত প্রতিনিধিরা কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এখানে যেন কোন দালাল চক্র গড়ে না উঠে সেই দাবিও জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com