বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
মোঃ সাইদুর রহমান সাদী ।।
১৪ ডিসেম্বর উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক ও জামালপুরের কৃতিসন্তান প্রয়াত আমজাদ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে শ্রদ্ধা ও ভালবাসায় প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে স্মরণ করেছে জামালপুরের সুধীমহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
“মানুষের মৃত্যু হলেও সে মানব থেকে যায়” শ্লোগানে তার শ্রদ্ধাতুর স্মরণে আজ মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে এক মৌন শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জামালপুর পৌর কবরস্থানে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক প্রয়াত আমজাদ হোসেন এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আমজাদ হোসেন চর্চাকেন্দ্র জামালপুরের আয়োজনে এসময় জামালপুরের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের নেতৃত্ব দেন আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।
Leave a Reply
You must be logged in to post a comment.