বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
জামালপুরে সদর থানা পুলিশের অভিযানে ১০টি মোবাইল ফোন উদ্ধার, আটক-৮

জামালপুরে সদর থানা পুলিশের অভিযানে ১০টি মোবাইল ফোন উদ্ধার, আটক-৮

নিজস্ব প্রতিবেদক ॥

জামালপুরে চুরি হওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধারসহ ৮জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

আসামী ৮ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আসামীরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি থানার ঠেঙ্গামারী উত্তর পাড়া এলাকার সাহারুল সরদারের ছেলে মোঃ সজল (২৬), কুমিল্লা জেলার জগনাথপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ রকি (২৭), মাদারীপুর জেলার কালকিনি থানার ঠেঙ্গামারী গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে মোঃ কানন বেপারী (২৮), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আজগড়া বাজার বড়বাম উত্তরপাড়ার মৃত আবুল কালামের ছেলে শাহা আলম ওরফে কাজল (২৮), গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ঝুলারপাড় দক্ষিণপাড়া গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী (৪০), চট্রগ্রাম জেলার হালি শহর উপজেলার পানির কল ১নং রোডের মৃত জাহাঙ্গীরের ছেলে মোঃ আল আমিন (৩৩), নারাণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়ার ভ্ইুয়া বাড়ী এলাকার মৃত উমির উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জাল (৫০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার রুকনাই দক্ষিণপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মো. স্বপন হাওলাদার (৩৫)।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনস্থলে নেতাকর্মীর ভীড়ে এই সংঘবদ্ধ চোর চক্রটি সক্রিয় হয়ে উঠেন। এসময় তারা সম্মেলনস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন জনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় ভুক্তভোগী জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার জামিউল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪, তাং-১২-০৯-২০২১। মামলা দায়েরের পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিকের নেতৃত্বে একটি টীম সোর্সের মাধ্যমসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরদের অবস্থান জানতে পারেন। এরই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর রবিবার নিশ্চিত হন চোর চক্রটি জামালপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আল সামাদের ৬, ৮, ১০ ও ১৫ নম্বর রুমে অবস্থান করছে। পরে সঙ্গীয় ফোর্সসহ হোটেলটিতে গিয়ে আসামীদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com