বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
মোঃ আব্দুর রহমান রাফে ॥
জামালপুরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট (স্বাস্থ্য সহকারী) ও স্বাস্থ্য পরিদর্শকদের উদ্যোগে নিয়োগ বিধি সংশোধন করে গ্রেড উন্নতিকরন করাসহ টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। গত ৯ডিসেম্বর বুধবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। কর্মসূচীতে নিয়োগ বিধি সংশোধন করে ১৯৯৮সালে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতিকরন করাসহ টেকনিক্যাল পদ মর্যাদার দাবী করেন সদর উপজেলার স্বাস্থ্য সহকারী ও ও স্বাস্থ্য পরিদর্শকরা। জেলা আহব্বায়ক দিলরুবা বেগমের সভাপতিত্বে কমিটির সদস্য সচিব জুয়েল আল মামুনের সঞ্চলনায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্দুন নূর সুমন, হেলথ এ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি বিপুল আহাম্মেদ, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, কল্পনা বেগম প্রমুখ। বক্তরা প্রত্যেকেই নিয়োগ বিধি সংশোধন করে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতিকরনসহ টেকনিক্যাল পদ মর্যাদায় জোর দাবী জানান। বক্তরা আরো জানান, দাবী না মানা না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.