বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি: জামালপুর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বিনা উদ্ভাবিত তেলবীজ জাত সমূহের পরিচিতি এবং চাষাবাদ পদ্দতি ব্রীডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মিলনায়তনে বিনা উদ্ভাবিত তেল বীজ জাত সমূহের পরিচিতি এবং চাষাবাদ পদ্দতি বীজ উৎপাদন ও সংরক্ষণ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়
বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল মালেক প্রকল্প পরিচালক মোঃ ইকরাম উল হক, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মঞ্জুরূল কাদির প্রমুখ। তাদের প্রশিক্ষণে জামালপুর জেলার বিভিন্ন উপজেলার ৭৫ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। তেল জাতীয় ফসল ঘাটতি পূরণে তেল জাতীয় ফসল চাষে খুবই আগ্রহী কৃষকরা
Leave a Reply
You must be logged in to post a comment.