বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা ৮নং ওয়ার্ডের পূর্বফুলবাড়ীয়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় আওয়ামী লীগনেতা এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন আমি এই ওয়ার্ডের জন্য কতটুকু উন্নয়ন কর্মকান্ড করতে পারি। মোয়াজ্জেম হোসেন বলেন, আমি কাউন্সিলর হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। এ সময় তিনি উপস্থিত মুসুল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ওই এলাকার মুরুব্বিসহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.