নিজস্ব প্রতিবেদক ॥
শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে জামালপুর সদর উপজেলার চকবেলতৈল নান্দিনা এলাকায় ৩৩/১১, ১০/১৪ এমভিএ বিদ্যুৎ উপ-কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃস্পতিবার বিকেলে এ উপ-কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল আলম। এসময় উপস্থিত ছিলেন, জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর, পল্লীবিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শেখ আহমেদ, ডিজিএম (কারিগরি) আক্রাম হোসেন, এজিএম (সদস্য সেবা) আরিফ আহমেদ ও এলাকা পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।
জানা গেছে, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আওতায় জামালপুর সদর উপজেলায় বিদ্যুতের এ উপকেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করে সরকার। জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজিত এই উপকেন্দ্র স্থাপনে জেলাবাসী আনন্দিত।
