শনিবার, ০৩ Jun ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের কাউন্সিলর মনোনয়ন পেলেন যারা

জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের কাউন্সিলর মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুর জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথসভায় জামালপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর মনোনয়ন দিয়ে তাদের নাম প্রকাশ করা হয়েছে। গত ৩১ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে আওয়ামী লীগের যারা সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ উসমান গণি মুছা, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ হাসানুজ্জামান খান রুনু, ৩ নম্বর ওয়ার্ডে বিজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ডে মোঃ মজিবুল ইসলাম দিলীপ, ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাজিব সিংহ সাহা, ৬ নম্বর ওয়ার্ডে মোঃ নূরুল হুদা লাভলু, ৭ নম্বর ওয়ার্ডে মোঃ আলী আজাদ মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন ও সাবেক কাউন্সিলর মোঃ মাছুদ করিম, ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ ফজলুল হক আকন্দ, ১০ নম্বর ওয়ার্ডে মোঃ শাহীনুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডে মোঃ এমদাদুল ইসলাম জীবন ও ১২ নম্বর ওয়ার্ডে কামরুল ইসলাম মিল্টন।

অন্যদিকে এই পৌরসভার চারটি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিল হিসেবে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সাঈদা আক্তার। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তাছলিমা আক্তার এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাসরিন আক্তার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার  কার্যালয়ে জামালপুর, ইসলামপুর, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি। পঞ্চম ধাপের এই নির্বাচনে চারটি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com