ঢাকা September 14, 2024, 11:54 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর শহর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সকালে শহরের মির্জা আজম অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখা।

শহর ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল মিয়ার সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক জালাল আহম্মেদ হৃদয়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

সম্মেলনর উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন।

এছাড়া সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।

সম্মেলনে ছাত্রলীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্রনেতারা অংশ নেয়।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে শহর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৬ ও সাধারণ সম্পাদক পদে ১২ জন তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

পরে সম্মেলনের নেতৃবৃন্দ প্রার্থীদের জীবন বৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে বলে জানান।