বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
আগামী ১১ই নভেম্বর জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাই শেষে জামালপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন দিগপাইত ইউনিয়নের আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, রানাগাছা ইউনিয়নের নৌকার মাঝি জলিল, বাশচঁড়ার আব্দুল জলিল, রশিদপুর আব্দুলাহ আল-মামুন ঠান্ডা, ইটাইল হাফিজুর রহমান স্বপন। আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, চেয়ারম্যানগন নৌকার সৈনিক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য প্রতিটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন
জানানো হয়েছে। এছাড়া জামালপুর জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবন্দকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিগন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় ৫জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.