সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে শহরের দেওয়ানপাড়াস্থ পৌর ভূমি অফিস কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, আরডিসি মাহমুদা বেগম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।
সদর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, এনআইডি, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় পাঁচটি তথ্য অনলাইনে জমা দিলেই ঘরে বসে মোবাইলে অ্যাপের মাধ্যমে ভূমি কর দেওয়া যাবে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহীতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময় ও সহজ সেবা প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংষ্কার বোর্ড কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার তৈরি করা হয়েছে। ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফ্টওয়্যার বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী হোল্ডিং এর তথ্য শতভাগ এন্ট্রির কার্যক্রম চলমান রয়েছে। হোল্ডিং কার্যক্রম রেজিষ্ট্রেশন করতে গ্রাহকদের লাগবে রেকর্ডীয় মালিকের খতিয়ানের কপি, পূর্ববর্তী দাখিলার কপি, মালিকানা সংক্রান্ত রেজিষ্ট্রিকৃত দলিল এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর।
এ কাজগুলো সম্পন্ন করলে যেসব সেবা পাওয়া যাবে- নামজারি সেবা, ভূমি উন্নয়ন কর সেবা, বাসযোগ্য জমি বন্দোবস্ত সেবা, ভূমি রেকর্ড রুম সংক্রান্ত সেবা, জরিপ সংক্রান্ত সেবা, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ প্রাপ্তি সেবা, অর্পিত সম্পত্তি সংক্রান্ত সেবা, জলমহাল/হাট বাজার সংক্রান্ত সেবা, ভূমি বিষয়ক তথ্য অনুসন্ধান, ভূমি বিষয়ক ব্যক্তিগত তথ্য সেবা, ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা, ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলার তথ্য সেবা, ভূমি রেজিষ্ট্রেশনে তথ্য সেবা পাওয়া যাবে ঘরে বসেই। এতে করে ভূমি মালিকরা হয়রানি থেকে মুক্তি পাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.