শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
জেলা প্রশাসক কর্তৃক মেষ্টা ইউনিয়নের বিভিন্ন অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন

জেলা প্রশাসক কর্তৃক মেষ্টা ইউনিয়নের বিভিন্ন অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক ॥
সরকারি রুটিন ওয়ার্কের অংশ হিসেবে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান গতকাল ৮ জুন জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি মেষ্টা ইউনিয়ন পরিষদ, মেষ্টা ইউনিয়ন ভূমি অফিস, মেষ্টা উচ্চ বিদ্যালয়, হাজীপুর উচ্চ বিদ্যালয়, হাজীপুর বীরগৈলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এছাড়া বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর জেলাব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে এসময় তিনি হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও মেষ্টা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে একটি জলপাই গাছের চারা রোপন করেন এবং হাজীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৫০টি গাছের চারা রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, জামালপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের জামালপুর সদর উপজেলার প্রধান সমন্বয়ক ইফ্ফাত সোনিয়া। এদিকে পুরো মেষ্টা ইউনিয়ন জুড়ে জেলা প্রশাসকের সফরসঙ্গী ছিলেন, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নাজমুল হক বাবু, মেষ্টা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজমুল হক আকন্দ সবুজ, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আতিকুর রহমান কিনু, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আসাদুল্লাহ, মেষ্টা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মীর আশরাফ হোসেন।

এদিকে মেষ্টা ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেষ্টা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ ওয়াহাব আলী টিকাদার, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রতন মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ হালিম চৌধুরী, ৫নং মোঃ খুরশেদ আলম রাখাল, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ আয়েজ উদ্দিন, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ মাসুদুর রহমান গেন্দা, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল হোসেন, মেষ্টা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাম্মৎ মর্জিনা বেগম, মেষ্টা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়াডের্র সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাম্মৎ আছিয়া খাতুন কাকলি, মেষ্টা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়াডের্র সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাম্মৎ বিলকিছ বেগম, গ্রাম পুলিশ রবীন্দ্র, লিটন, আমিনুর ও নজরুল। এছাড়া মেষ্টা উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেষ্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, মেষ্টা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সারওয়ার হোসেন মহানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। অপরদিকে হাজীপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সাজেদুল হক, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আব্দুর রহমান টিটুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। হাজীপুর বীরগৈলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজীপুর বীরগৈলা কমিউনিটি ক্লিনিকের সংশ্লিষ্ট সকলে। এদিকে মেষ্টা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেষ্টা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে।

অন্যদিকে জামালপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর মুর্শেদা জামানের মেষ্টা ইউনিয়নে এটিই প্রথম সফর। এ উপলক্ষে জেলা প্রশাসক মুর্শেদা জামানের শুভাগমনকে কেন্দ্র করে এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশ বিরাজকরে খোদ মেষ্টা ইউনিয়ন পরিষদসহ সকল সরকারি দফতরে। প্রতিটি পরিদর্শনস্থলে তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে যথাযোগ্য সম্মান ও মর্যাদার মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তার আগমনে যেন প্রাণ ফিরে পায় মেষ্টা ইউনিয়ন পরিষদের সকল সরকারি দফতরের সকল সরকারি কর্মচারীরা। এদিকে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা আর আতিথেয়তায় বিমুগ্ধ হন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান। তিনি সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে সরকারি সকল সেবা বিনিময়ে ন্যায্যতাকে মানদন্ড হিসেবে নিয়ে প্রাপ্য জনসেবা নিশ্চিতের আহ্বান জানান। অপরদিকে সরকারি সকল কর্মকান্ডে ইউনিয়ন পর্যায়ে আশানূরূপ গতি আনার লক্ষে সকলকে নিবেদিতভাবে কাজ করে যাবার নির্দেশনা দেন। এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষকে অত্যন্ত ধৈর্য্যরে সাথে করোনাকালীন কঠিন পরিস্থিতি অতিক্রম করে অনলাইন ভিত্তিক শিক্ষাদানে মনোযোগী হবার আহ্বান জানানোর পাশাপাশি করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকার সুযোগে ছাত্রছাত্রী ঝড়ে পড়া রোধ, বাল্যবিয়ে রোধসহ ইন্টারনেট আসক্তি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান। এসময় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে তিনি আশু ব্যবস্থাগ্রহণের আশ্বাসও প্রদান করেন। সবমিলিয়ে তার এ সফর ছিল মেষ্টা ইউনিয়নের মানুষের জন্য কল্যাণকর আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথেষ্ট আশা ও কর্মউদ্দীপনা ব্যঞ্জক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com