শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
ঝিনাইগাতীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩

ঝিনাইগাতীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩

শেরপুর, জেলা, প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় হামিদুল্লাহ (৫৫) নামে এক ইউপি সদস্য তার দুই ছেলে আহত হয়েছে। হামিদুল্লাহ উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের মোঃ আব্দুল গনির ছেলেও নলকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। ঘটনাটি ঘটে ৩০ অক্টোবর শনিবার সকালে নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারে। অপর দুই আহতরা হচ্ছে, ইউপি সদস্য হামিদুল্লাহ’র ছেলে আবু তাহের (৩০) ও আবুল কাশেম(২৫)। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়াসহ গ্রামবাসীরা জানান,ইউপি সদস্য হামিদুল্লাহ এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইব্রাহিমের মধ্যে বেশ কিছুদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে চলে আসছিল আধিপত্য বিস্তারের লড়াই। ঘটনার দিন শনিবার সকাল ৯ টার দিকে ইউপি সদস্য হামিদুল্লাহ ভারুয়া বাজারের পুর্বপাশে ধান ক্ষেত দেখতে যান। ক্ষেত দেখে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য ইব্রাহিমের ছেলে রাশেদের নেতৃত্বে দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, রুমান, মনির, খোকন, আশরাফুল,নিবির, রাশেদুল, বাদল,জিয়াসহ ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে তার উপর আক্রমন করে। উপায়ান্ত না দেখে হামিদুল্লাহ দৌড়ে ভারুয়া বাজারের শরিফ মিয়ার চায়ের দোকানে আশ্রয় নেন। এসময় সন্ত্রাসীরা চায়ের দোকানে প্রবেশ করে তাকে বেধরক মারপিট করে। করে দোকান ভাংচুর। সন্ত্রাসীদের হাত থেকে পিতা হামিদুল্লাহকে উদ্ধার করতে এসে ছেলে আবু তাহের ও আবুল কাশেম গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বিট পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com