বুধবার, ০৭ Jun ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
ঝিনাইগাতীতে এক কিলোরাস্তা পাকাকরনের অভাবে জনদুর্ভোগ

ঝিনাইগাতীতে এক কিলোরাস্তা পাকাকরনের অভাবে জনদুর্ভোগ

ঝিনাইগাতী প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই জগদিস মাষ্টারের বাড়ি থেকে শাকাওয়াত আলী খানের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার সম্প্রসারন ও পাকাকরনের অভাবে গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, জগদিস মাষ্টারের বাড়ি থেকে শাকাওয়াত আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাচা রাস্তা। সরু এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত। কিন্তু রাস্তাটি সংস্কার সম্প্রসারন ও পাকাকরনের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। শুস্ক মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। এলাকায় উৎপাদিত কৃষি পন্য ও গৃহপালিত গবাদিপশু পারাপারে কৃষকদের নানান বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ডেফলাই গ্রামের আকবর আলী, ইউছুব আলী,এমদাদুল খান,কালাম মিয়া শাকাওয়াত আলী রুবেল মিয়াসহ আরো অনেকেই জানান এ রাস্তাটি সংস্কার সম্প্রসার ও পাকাকরনের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। তারা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে। কিন্ত আজো তা বাস্তবায়িত হয়নি। নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া বলেন, রাস্তাটি নির্মানের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বহুবার আবেদন নিবেদন ও করা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন রাস্তাটি সরেজমিনে দেখে পাকাকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com