বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন
মোঃ তারিফুল আলম তমাল: শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরন করা হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এ প্রনোদনা বিতরন করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রনোদনা বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন । কৃষি প্রনোদনার মধ্যে রয়েছে, ১ হাজার ২শ জনের মধ্যে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএবি ও ১০ কেজি করে পটাশ। ৯৫০ জনের মধ্যে ২ কেজি করে ভুট্রা বীজ, ২০ কেজি ডিএবি ও ১০ কেজি করে পটাশ। ৮শ জনের মধ্যে গম বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি করে পটাশ কৃষকের মাঝে বিতরন। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারিভাবে কৃষকদের মাঝে এসব প্রনোদনা বিতরন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.