বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
ঝিনাইগাতীতে ছেলের বিরুদ্ধে বাবার মামলা

ঝিনাইগাতীতে ছেলের বিরুদ্ধে বাবার মামলা

মোঃ তারিফুল আলম তমাল: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে। ছেলে শাহাদৎ হোসেন স্বাধীন এর বিরুদ্ধে অগ্নি সংযোগ ও মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ছোরহাব আলী নামের এক বৃদ্ধ বাবা। ঝিনাইগাতী থানায় বাদীর দায়ের করা লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে গত ২৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে বৃদ্ধ বাবার বসতবাড়ীতে আগুন ধরিয়ে দেয় ছেলে স্বাধীনসহ কতিপয় দুস্কৃতিকারীরা। এতে আগুনের লেলিহান শিখায় মুর্হুতের মধ্য একটি টিনসেট ঘর, আসবাবপত্র,ধান, চাউল, প্রয়োজনীয় দলিল পত্রাদি সহ ট্রাংকে রক্ষিত জমি বিক্রির নগদ ২ লক্ষ ২৫ হাজর টাকা পুড়ে ছাঁই হয়ে যায়। মঙ্গলবার সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে স্থানীয় আমজাদ ও সাজু মিয়াকে নিয়ে বাদী ছোরহাবের বাড়ীতে এ বিষয়কে কেন্দ্র করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ করছিলেন। এমন সময় শাহাদৎ হোসেন স্বাধীন গংরা অর্তকিত ভাবে বৃদ্ধাকে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। তাদের হামলায় ছোহরাব আলী ও আমজাদ মারাত্বক ভাবে আহত হয়। এ ঘটনায় বৃদ্ধ বাবা ছোহরাব আলী বাদী হয়ে নিজের ঔরষজাত সন্তান শাহাদৎ হোসেন স্বাধীন সহ ১১ ব্যক্তির নামে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নম্বর- ১৭, তারিখ- ২৪/১১/২০২১ইং। ধারা-১৪৩/৪৪৭/৪৩৬/৩২৩/৩৭৯/১১৪ দ:বি:এ ব্যাপারে মামলার বাদী ছোহরাব আলী জানান,”আমি আমার ছেলের দ্বারা গত কয়েক বছর যাবৎ নানাবিধ নির্যাতনের শিকার। প্রতিকার চেয়ে আমি পুলিশ সুপার বরাবর আবেদন করেছিলাম। ডিবি পুলিশ একাধিক বার আমার ছেলেকে সাবধান করেছিল। কিন্তু আমার ছেলে নানান অযুহাতে আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা সহ নাজেহাল করে আসছে। এতেই সে তৃপ্ত না হয়ে সর্বশেষ আমার বসত ঘরে গভীর রাতে আগুন ধরিয়ে দেয় এবং পরের দিন আমাকে ও আমার নাতিকে মারধর করে আহত করে। আমি এর ন্যয় বিচার চাই এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার ওসি(তদন্ত) মো. সারোয়ার হোসেন জানান, অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত চলছে। একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগ প্রমানিত হলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com