বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
ঝিনাইগাতীতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ

ঝিনাইগাতীতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ

“শেখ হাসিনার মমতা বয়স্কদের নিয়মিত ভাতা” বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন” প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।

২০ মে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম.এ ওয়ারেজ নাইম।

ভাতার বই বিতরণকালে প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু“র অসমাপ্ত সোনার বাংলা গড়তে এবং বাঙ্গালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে কোন অপশক্তি এ উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবেনা।’

এসময় অন্যান্যদের মধ্যে ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতুবৃন্দসহ উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কমকতা কমচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, অতিরিক্ত বরাদ্দ থেকে মোট ১২৮ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ করা হয়। ভাতা ভোগীদের নিজ নিজ নামের বিকাশ নাম্বারে টাকা দেয়া হবে বলে এমনটাই জানা যায়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com