নিজস্ব প্রতিবেদক ।।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার(১৮ এপ্রিল) বিকেল ৩ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির,মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হাসান, পৌরসভার প্যানেল মেয়র জাকিরুল হক ফারুক, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ , সাধারণ সম্পাদক বাবুল রানা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা সভায় মধুপুর বাসস্ট্যান্ডের যানজট নিরসন, বাল্যবিবাহ নিরোধ, মাদক সেবনকারী ও বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেয়া সহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.