বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার পুন্ডুরা সেওড়াতলা এলাকায় শনিবার ২৯মে সকাল ০৮.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভাধীন পন্ডুরা শেওড়াতলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৭)কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ২টি দেশীয় অস্ত্র ও ৮০ (আশি) গ্রাম হেরোইন (যার অনুমানিক মূল্য ৮,০০,০০০ টাকা) এবং ০৪টি বিদেশী মুদ্রা সহ হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.