বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
ট্রাকে করে গ্রামে যাচ্ছে মানুষ

ট্রাকে করে গ্রামে যাচ্ছে মানুষ

স.স.প্রতিদিন ডেস্ক ।।

পণ্য পরিবহনের একটি খালি ট্রাক। ভেতরে কোনো মালামাল না থাকলেও ত্রিপল দিয়ে ট্রাকটিতে ঢাকনা দেওয়া। ভেতরে বসে আছেন গোটা দশেক মানুষ। তাঁদের সবার উদ্দেশ্য বাড়ি যাওয়া।

সোমবার রাত ১০ টার দিকে এই চিত্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং সেন্টারের বিপরীত পাশের।

বিশেষ করে রাতে এই জায়গায় রাস্তার পাশে ব্যাগপত্র নিয়ে ট্রাকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন অনেকে। খালি ট্রাক আসতে দেখলেই, হাত নেড়ে গন্তব্যের নাম বলেন। ট্রাক থামলে ভাড়া নিয়ে চলে দর-কষাকষি। বনিবনা হলে উঠে পড়েন ট্রাকে। কঠোর বিধি-নিষেধের মধ্যে ট্রাকে করে এভাবে বাড়ি যাচ্ছেন নিম্ন আয়ের অনেক মানুষ।

বগুড়াগামী একটি ট্রাকে বসে ছিলেন নুরু মিয়া। পেশায় রিকশা চালক। নুরু মিয়া বলেন, ‘হুনছি লকডাউন নাকি বাড়াব। ঢাকা থাইক্কা কি করতাম। তাই বাড়ি চইলা যাইতাসি।’

নুরু মিয়ার সঙ্গে ওই ট্রাকে বসে ছিলেন আরও ৮ থেক ১০ জন মানুষ। সবাই গ্রামে যাচ্ছেন বলে জানান। বগুড়া পর্যন্ত ৩০০ টাকা ভাড়া নিচ্ছে ট্রাকের চালক।

ঢাকায় তেজতুরী বাজারে একটি মেসে থেকে দিনমজুর হিসবে কাজ করতেন ইদ্রিস আলী। চলমান কঠোর বিধিনিষেধে কাজের সুযোগ কমে গেছে। একদিন কাজ জুটলে আরেকদিন জুটে না বলছিলেন তিনি। ইদ্রিস আলী বলেন, ‘ঢাকায় থাকলে তো না খেয়ে মরা লাগব। মেস বন্ধ, কাজ নেই, দোকানি বাকি দেয় না। এর চাইতে গ্রামে গিয়ে বাড়ির লোকদের সঙ্গে মরাই ভালো।’

পাবনা থেকে সবজি নিয়ে আসেন ট্রাক চালক চুন্নু মিয়া। তিনি বলেন, ‘ঢাকা থেকে ফেরার সময় রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে থাকে। তারা নিয়ে যেতে অনুরোধ করে।আমরাও নিয়ে যাই। বিনিময়ে যাত্রীরা কিছু টাকা দেয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com