বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের লোনদহ গ্রামে গত ৭ মার্চ অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের একটি তক্ষকসহ দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তার দুজন হলেন- জামালপুর সদর উপজেলার নুনদহ গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৫) ও বীর গোবিন্দবাড়ি গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মো. আনছার আলী (৪৭)।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ৭ মার্চ বেলা পৌনে ১২টার দিকে জামালপুর সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের লোনদহ গ্রামের জনৈক মো. আলী হোসেনের চা-খানার সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম আজাদ ও মো. আনছার আলীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি তক্ষক, একটি মাপার টেপ, তিনটি মোবাইল ফোনসহ নগদ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার তক্ষকের কথিত মূল্য ৫০ লাখ টাকা।
দুই ব্যক্তির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.