শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধি: শুক্রবার দুপুরে জামালপুরে উপজেলা পরিষদে ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীর জাফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী সাধারণ সম্পাদক মামুন অর-রশিদ প্রমুখ । এ সময় বক্তারা ৫ দফা দাবি করে বলেন, সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিম্নতম বেতন গ্রেট ১১তম প্রদান করতে হবে বলে দাবি করেন।