শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

দুই স্কুলে ৪৪ মৌচাক

মোঃ সাইদুর রহমান সাদী ।।

জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌমাছির ঝাঁক গড়ে তুলেছে ৪৪টি মৌচাক। এর মধ্যে ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪টি ও একই ইউনিয়নের হনুমানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ৩০টি মৌচাক।

ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী বলেন, আমার বিদ্যালয়ের দেয়ালে এ পর্যন্ত ১৪টি মৌচাকের বাসা রয়েছে। স্কুলের জানালার কার্নিশে ঝুলছে মৌচাক। এখন স্কুল বন্ধ। তাই অনেকটা নিরাপদ মনে করেই এখানে বাসা বেঁধেছে। শুধু এ স্কুলই নয়। তার উত্তর পাশে জামালপুরের শেষ সীমানা হনুমানের চর স্কুলেও বসেছে মৌচাক। তবে এ বিদ্যালয়ের চিত্র আরো ভিন্ন। স্কুলের পুরো  জানালার কার্নিশে বসেছে ৩০টি মৌচাক। স্থানীয়া মনে করছে নিরাপদ থাকার কারণে মৌমাছি এখানে বাসা বেঁধেছে।

স্থানীয় কবির হোসেন জানান, তুলশীরচর ইউনিয়নের হনুমানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়রটি জামালপুর জেলার শেষ সীমানা। এ স্কুলের আশপাশে কৃষকরা সরিষার আবাদ করেছেন ব্যাপকভাবে। যে এলাকায় সরিষার চাষ বেশি হয় সে এলাকায় মৌমাছির বসবাসও বেশি।

স্থানীয় মোমিন মিয়া জানান, বিদ্যালয়ের মৌচাক থেকে মধু সংগ্রহ করতে এরই মধ্যে মৌয়ালদের আনাগোনা বেড়েছে। মৌমাছির চাক দেখতে কৌতূহলের  শেষ নেই উৎসুক জনতার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com