বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ডন বস্কো কলেজ মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরণী হয়।
ফাইনাল খেলায় বাকলজোড়া ইউনিয়নকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর পৌরসভা। পৌরসভার পক্ষে জয়সূচক গোলটি করেন ১৭ বছর বয়সী লাসার। উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার কৃতিত্ব অর্জন করলো দুর্গাপুর পৌরসভা। জয়ী টিমকে অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র মো. আলা উদ্দিন।
ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়ার, সেরা গোলদাতা, রানার্স আপ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর পৌর মেয়র মো. আলা উদ্দিন , দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী, থানা ওসি শাহনুর-এ আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply
You must be logged in to post a comment.