স.স.প্রতিদিন ডেস্ক ।।
সরকারি ছুটি সত্ত্বেও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শাখা/ অধি শাখাগুলো বুধবার (২৬ মে) খোলা থাকবে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশের ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি, সিপিপি অধিশাখা এবং সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।