শনিবার, ০৩ Jun ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
দেওয়ানগঞ্জে গরুসহ নসিমন গাড়ি নদীতে, গরু মৃত্যু-১

দেওয়ানগঞ্জে গরুসহ নসিমন গাড়ি নদীতে, গরু মৃত্যু-১

জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে গরু সহ নসিমন গাড়ি উল্টে নদীতে পরে ১টি গরুর মৃত্যু হয়েছে। রবিবার ১৪ জুলাই সকাল ৯টার সময় এ দূর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলা রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর এলাকা থেকে গরু ক্রয় করে ডাংধরা ইউনিয়নের পাষাণপুর নিয়ে যাওয়ার পথে কাউনিয়ারচর টু নয়াচর রাস্তার কাউনিয়ারচর পশ্চিম পাড়া আসলে দুই গাড়ি ক্রস করার সময় নসিমন গাড়ির চাকা স্লিপ কেটে ৩টি গরু সহ নদীতে উল্টে যায়। এলাকাবাসী এসে গরু গুলো উদ্ধার করেন এসময় একটি ষাঁড় গরু মারা যায়, যার আনুমানিক মুল্য ৮০ হতে ৯০ হাজার টাকা।

জানা যায় গরুর মালিক চট্রগ্রামের গরু ব্যবসায়ী, তারা গরু ক্রয় করে ট্রাক লোড করে চট্রগ্রাম নেয়। নসিমন গাড়ির চালক ওমর আলী ডাংধরা ইউনিয়নের সোনা কুড়া গ্রামের হযরত আলী খাঁ এর ছেলে। নসিমন গাড়ি নদী হতে উঠানোর চেষ্টা চলছে। পথচারীরা বলেন, বিশেষ করে অদক্ষ চালকরাই বেপরোয়া ভাবে এই নসিমন গাড়ি গুলো চালায়, যার ফলে হরহামেশাই দূর্ঘটনা ঘটেই চলছে। একথার সাথে একমত প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com