ঢাকা September 14, 2024, 10:29 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে পানিতে ডুবে প্রতিবন্ধী  কিশোরের মৃত্যু 

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।
 জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী (সানন্দবাড়ী বাজারের উত্তর পাশে) মোক্তারের ডোবায় ভাস্যমান লাশ পাওয়া যায়। ৮ মে সোমবার আনুমানিক সকাল ৯টার দিকে এলাকাবাসী মোক্তারের ডোবায় একটি লাশ ভাস্যমান অবস্থায় দেখতে পেয়ে সানন্দবাড়ী পিআইসিতে সংবাদ দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশটা উদ্ধার করেন। লাশের আত্মীয় স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।
নিহত রুবেল (১৮) সানন্দবাড়ী পশ্চিম পাড়া (হঠাৎ পাড়া) গ্রামের মৃত আব্দুল শেখ এর ছেলে। এলাকাবাসী সুত্রে ও নিহতের আত্মীয় স্বজনদের ভাষ্যমতে নিহত রুবেল মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন।
দেওয়ানগঞ্জ এর এএসপি সুমন কান্তি ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসীর সুপারিশ ও পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার সার্কেল এ এসপি সুমন কান্তি বলেন- লাশের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর বক্তব্য এবং তথ্য অনুযায়ী নিহত রুবেল (১৮) একজন মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলো, এটা একটা অপমৃত্যু। পরিবারের পক্ষে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।