জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: শিক্ষা শান্তি এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চিকাজানী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
২৫ জুন রাতে স্থানীয় আওয়ামীলীগ অফিসে এই কমিটি গঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন মনি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকাজানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম আকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন চিকাজানী ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম আক্কাস, চিকাজানী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম শুভ এবং আশিকুর রহমান অনিক সহ স্থানীয় বিভিন্ন নেতা-কর্মী।