শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
নিরব ঘাতক অপুষ্টিজনিত নানা ধরনের রোগ-ব্যাধির হাত থেকে রক্ষায় সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার যৌথ ও সমন্বিত উদ্যোগ শক্তিশালীকরণের লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারিভাবে গঠিত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আহসান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমীন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা ব্যবস্থাপক শাহানা পারভীন প্রমুখ।
উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত পুষ্টি সমন্বয় কমিটির সভা আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। এতে সহায়তা করে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্প।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি কার্যালয়ের প্রধানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.