বুধবার, ০৭ Jun ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন
দেওয়ানগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের রামপুরা বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, হুইলচেয়ার ও মাস্ক বিতরণ করা হয়েছে। গত ১২ জানুয়ারি সকালে শহরের রামপুরা স্কুল ক্যাম্পাসে শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও তিনজনকে হুইলচেয়ার এবং মাস্ক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এতে বিদ্যালয় পরিচালক মিজানুর রহমানের লিটন সভাপতিত্ব করেন।
বিতরণের সময় অন্যান্যের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, পরিকল্পনা মন্তণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপির প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ শিপন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল ভদ্র, প্রধান শিক্ষিকা রওশন আরা, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.