সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সেতুর উত্তর পাশের লম্বাপাড়ায় ৩০ মে দুপুরে অভিযান চালিয়ে ৫শ ৫টি ইয়াবা বড়িসহ মোঃ সোনা মিয়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সে দেওয়ানগঞ্জ উপজেলার সিলেট পাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৩০ মে বেলা সোয়া দুটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সেতুর উত্তর পাশের লম্বাপাড়া মোড়স্থ জনৈক মোঃ বেলাল হোসেনের মুদি দোকানের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোনা মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৫শ ৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৫শ টাকা।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.