বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন
জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে হিন্দু ধর্মের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২১ টি পূজা মোন্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর মঙ্গল বার সকালে উপজেলার সরকারী গণ গ্রন্থাগার মিলোনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আসলাম হোসেন,সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, কৃষি বিষয়ক সম্পাদক সোলেয়মান হোসেন, সাবেক মেয়র নুরুন্নবী অপু, পৌর আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন,সাধারন সস্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ মামুন,পৌর যুবলীগের আহবায়ক দেওয়ান ইমরান, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান রাসেদুজ্জামান সেলিম খান , পূজা উৎযাপন পরিষদের সভাপতি জিতেন্ত্র মহন, ছাত্রলীগ নেতা মানিক উল্লাহ মানিক প্রমুখ । সভা শেষে ২১ টি শারদীয় দুর্গোৎসবের সভাপতিদের হাতে চেক বিতরন করেন। এছাড়াও এমপি আবুল কালাম আজাদের ব্যাক্তিগত তহবিল থেকে দুই হাজার টাকা করে প্রদান করা হয় ।
এর আগে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নব নির্মিত ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন আবুল কালাম আজাদ এমপি।
Leave a Reply
You must be logged in to post a comment.