শনিবার, ০৩ Jun ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন
জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ শুক্রবার বেলা ৩:০০ ঘটিকায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বাজার হাইওয়ে রাস্তা থেকে মিনহাজ উদ্দিন(৩৩) নামে এক কথিত জজ কোর্টের মুহুরী কে আটক করে সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ কর্মকর্তাগণ। আসামীর পিতা মৃত শাহজাহান, সাং- উজান বারেরা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সায়দাবাদ থেকে সিএনজি যোগে ময়মনসিংহের যাওয়ার পথে বাঘারচর বাজারে পৌঁছালে দায়িত্বরত পুলিশ তল্লাশী অভিযান করে ১০০ পিস ইয়াবা সহ তাকে আটক করে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জোহায়ের হোসেন খান কে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিয়মিত অভিযানের মতোই আজ দুপুরে সংগীয় এস আই আফতাব আহমেদ ও এস আই সেলিম রেজা কে নিয়ে বাঘারচর বাজারে তল্লাশি চালিয়ে উক্ত ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিকে দেওয়ানগঞ্জ থানায় মামলার মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.