নিজস্ব প্রতিবেদক ||
দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুক্তি চায়। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি এখন নিজস্ব শক্তি নিয়ে মাঠে কাজ করছে। গত ১ জানুয়ারি শনিবার দুপুরে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উপলক্ষে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশে সুশাসন ও নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রেই ন্যায়বিচারের ঘাটতি লক্ষ্য করা যায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। দেশের মানুষ জানে দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, লুটপাট আর বৈষম্য দূর করতে জাতীয় পার্টির বিকল্প নেই। জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা শুরু হয়।
পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালী ইসলামপুর জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।
এসময় ইসলামপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।