বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পুত্র মোঃ সাইদুর রহমান সাদী জামালপুরের সফল ইউটিউবার হলেন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পুত্র মোঃ সাইদুর রহমান সাদী জামালপুরের সফল ইউটিউবার হলেন

মোঃ আতাউর রহমান সানি ॥
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামের দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেলের বড় পুত্র মোঃ সাইদুর রহমান সাদী সফল ইউটিউবার হলেন। তিনি জোস হেল্প নাইন (JOSS HELP9) নামে গত ২৭ আগষ্ট ২০১৯ ইং তারিখ থেকে ইউটিউব চ্যানেলে নবযাত্রা শুরু করেন। হাটিহাটি পা পা করে তার অক্লান্ত পরিশ্রমের ফলে গত ১৫ মার্চ ২০২১ ইং তারিখে রাত ৮টার সময় নগদীকরণ (মনিটাইজ) চালু হয়েছে। এ উপলক্ষে তিনি গত ১৬ মার্চ রাতে জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে জোস হেল্প নাইন (JOSS HELP9) চ্যানেলের কর্ণধার মোঃ সাইদুর রহমান সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল, টেক রকি বিডি চ্যানেলের কর্ণধার মঞ্জুর ই মতিন রকি, জামালপুর লাইভ চ্যানেলের কর্ণধার জুয়েল রানা, এস কে টিভি চ্যানেলের কর্ণধার মোঃ শাকিল আহাম্মেদ শিহাব, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হবি, চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব জহুরুল হক, কুটামনি এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ইদ্দিস আলী, নাকাটি এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আবু বক্কর, আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক মোঃ লুৎফর রহমান, মোঃ জিয়াউর রহমান, কুটামনি এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ নাজরুল ইসলাম কালু, গোপালপুর এলাকার বিশিষ্ট দলিল লেখক মোঃ আব্দুল হামিদ, কুটামনি এলাকার বিশিষ্ট সমাজসেবক যথাক্রমে : মোঃ নজরুল ইসলাম ফিরোজ, আলহাজ্ব দুলাল, মেহেদী হাসান রানা, গোপালপুর এলাকার সমাজসেবক আব্দুল হাকিম, মোঃ প্লাবন চন্দ্র দেখাঁ, মোঃ গোলাম রাব্বিসহ প্রমুখ।অনুষ্ঠানে জোস হেল্প নাইন (JOSS HELP9)’র কর্ণধার মোঃ সাইদুর রহমান সাদী সকলের সার্বিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহেল রানা, বখতিয়ার বিকে চ্যানেলের কর্ণধার মোহাম্মদ বখতিয়ার, এসো মোবাইলে এডিটিং শিখি চ্যানেলের কর্ণধার মোহাম্মদ আনাস, আরিয়ান সাকিব টেক চ্যানেলের কর্ণধার আরিয়ান সাকিব, টেক হেল্প নাইন চ্যানেলের কর্ণধার শাকিল আল নিশাত, ই-আল-আমিন ফেসবুক পেইজ এডমিন আল-আমিন, শরীফ মোহাম্মদ, আরাফাত টেক টিউব চ্যানেলের কর্ণধার আরাফাত সামি, এম.এ. অনিক টিউটোরিয়াল চ্যানেলের কর্ণধার মেহেরাবুল আজিম অনিক , সোহানুর রহমান সোহানসুহায়েল এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com