শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
ধর্ম প্রতিমন্ত্রীকে বরণে এলাকায় শতাধিক তোরণ নির্মাণ

ধর্ম প্রতিমন্ত্রীকে বরণে এলাকায় শতাধিক তোরণ নির্মাণ

রমজান আলী ॥
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বরণ করে নিতে জামালপুরের ইসলামপুরে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন দফতর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজসজ্জা করা হয়েছে। জামালপুর-২ (ইসলামপুর) আসনের এমপি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে সংবর্ধনা দিতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলেছে নানা আয়োজন। আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা ইসলামপুরে সফরসূচি রয়েছে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের। সরেজমিনে দেখা যায়, ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গ-সংগঠন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রবেশদ্বার চাঙ্গামোড়ে পাকা রাস্তা থেকে শুরু করে বিভিন্ন সড়কের দুই পাশে স্থাপন করা হয়েছে শত শত ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ ও প্ল্যাকার্ড। আর এসবে দেখা যায় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীসহ বিভিন্ন নেতাদের ছবি। আয়োজকরা জানান, ইসলামপুরের সন্তান ফরিদুল হক খান দুলাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো এটা তার নিজ এলাকায় সফর। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, সড়ক পথে আজ শনিবার বেলা ১১টায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের। সেখানে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করবেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন। সংবর্ধনার আমন্ত্রণপত্রে দেখা যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের এমপি আবুল কালাম আজাদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস. এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সরোয়ার জাহান, সাংগাঠনিক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাসের বাবুল এবং ‘করোনা যোদ্ধা’ খ্যাত ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com